পাবলিক সার্ভিস সপ্তাহ (২২-২৮ জুন, ২০১৪) উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩ জুন, ২০১৪ তারিখ দুপুর ১২:৩০ ঘন্টায় ‘ন্যাশনাল পোর্টাল’ উদ্বোধন করবেন। এ উপলক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগ্রহী সকল প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা আগামী ২২ জুন, ২০১৪ তারিখ সকাল ১২:০০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের প্রেরণ নিশ্চিত করার জন্যও অনুরোধ করা হলো। উল্লেখ্য, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ২৩জুন, ২০১৪ তারিখ ‘ন্যাশনাল পোর্টাল’ উদ্বোধনের পর রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস