এশিয়ার বৃহত্তম গ্রামের নাম বানিয়াচং। পনেরটি ইউনিয়ন নিয়ে গঠিত এই গ্রামের আয়তন ৯৪.০৮ বর্গকিলোমিটার। কয়েকটি গ্রাম নিয়ে যেখানে একটি ইউনিয়ন হওয়ার কথা সেক্ষেত্রে পনেরটি ইউনিয়ন নিয়ে বানিয়াচং গ্রাম প্রতিষ্ঠিত-ইহাই এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের একটি বিশেষত্ব।কিন্তু ১৫টিইউনিয়নে বিন্যস্ত বানিয়াচং উপজেলার আয়তন ৪৮২.৪৬ বর্গকিলোমিটার।
একটি প্রাচীন হিসেবে কালক্রমে বানিয়াচং উপজেলায় উন্নিত হয়। ইংরেজ শাসনামলে ১৭৯০ খ্রিষ্টাব্দে ১৫জানুয়ারি বানিয়াচং সিলেট জেলার একটি থানায় উন্নীত হয়। ১৮৭৮সালে হবিগঞ্জ মহকুমা গঠিত হলে বানিয়াচং থানা মহকুমার অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে ১৯৮২ সালের ১৫ডিসেম্বর বানিয়াচং উপজেলায় উন্নীত হয়। বর্তমানে এ উপজেলায় ১৫টি ইউনিয়ন রয়েছে। সপ্তদশ শতাব্দীতে চীনা পরিব্রাজক হিউয়েনসাং পূর্ববাংলা পরিদর্শন করেন এবং তাঁর ভ্রমনকাহিনী গ্রন্থে এ গ্রামকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গ্রাম হিসেবে উল্লেখ করেন। উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে উপমহাদেশের (বানিয়াচংয়ের সন্তান) ভূ-পর্যটকরা মনাথ বিশ্বাস বিশ্বভ্রমন শেষে তাঁর ভ্রমনকাহিনী গ্রন্থে বানিয়াচং গ্রামকে পৃথিবীর বৃহত্তম গ্রাম হিসেবে উল্লেখ করেন। ২০০৪ সালে সংস্কৃতি মন্ত্রণালয় খোঁজ নিয়ে নিশ্চিত হয় আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে এটি পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস