বানিয়াচং উপজেলা (হবিগঞ্জ জেলা) আয়তন: ৪৮২.২৫ বর্গ কিমি। অবস্থান: ২৪°২১´ থেকে ২৪°৪১´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৩´ থেকে ৯১°৩০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে দিরাই, সাল্লা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা, পূর্বে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলা, পশ্চিমে আজমিরিগঞ্জ, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। বানিয়াচং গ্রাম এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত।।
জনসংখ্যা ২৬৮৬৯১; পুরুষ ১৩৭৯১২, মহিলা ১৩০৭৭৯। মুসলিম ২১৫৪০১, হিন্দু ৫২৭৯৯, বৌদ্ধ ১৮৭ এবং অন্যান্য ৩০৪।
জলাশয় প্রধান নদী: কালনী। চোরগাঁও বিল, চাকুয়া বিল, সোনামুয়া বিল, বাটা বিল, আন্দুরা বিল, ধলা বিল, বাউড়াবান্দা বিল, কান্দাইয়াল বিল উল্লেখযোগ্য।
প্রশাসন থানা গঠিত হয় ১৭৯০ সালে। বর্তমানে এটি উপজেলা।
এছাড়াও বিস্তারিত নিচের ফাইলে দেওয়া হল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস